ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এখন থেকে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে। দেশের সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি হিসেবে (৭০৪ উইকেট) অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয়েছে নাইটহুডের সম্মাননা।মঙ্গলবার (২৮ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিন্সেস রয়্যাল অ্যান্ডারসনের হাতে এই সম্মাননা তুলে দেন। ক্রিকেটে তার অসাধারণ সাফল্য ও দীর্ঘদিনের অবদান বিবেচনা করেই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার নাম প্রস্তাব করেছিলেন।২২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৩ বছর বয়সী এই গতিময় পেসার ১৮৮টি টেস্টে ৭০৪ উইকেট শিকার করেছেন। টেস্ট ইতিহাসে তার চেয়ে এগিয়ে কেবল দুজন কিংবদন্তি—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও অ্যান্ডারসন এখনো তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার দলে খেলছেন। জানা গেছে, তিনি ক্লাবটির সঙ্গে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি বাড়ানোর আলোচনা করছেন। সেটি কার্যকর হলে ৪৪ বছর বয়স পার করেও মাঠে দেখা যাবে ইংল্যান্ডের এই অনন্য পেস তারকাকে।
আরডি
Saturday 1 November 2025
somoyerkonthosor - 3 days ago
