Sunday 2 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 16 hours ago

অফিসের লাইট নেভানো নিয়ে তর্ক, ডাম্বেল দিয়ে পিটিয়ে হত্যা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি ভাড়া করা অফিসে বৈদ্যুতিক লাইট অফ করাকে কেন্দ্র করে সহকর্মীর হাতে খুন হয়েছেন ৪১ বছর বয়সী এক ব্যক্তি।
শনিবার স্থানীয় সময় গভীর রাতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত দেড়টার দিকে ‘ডাটা ডিজিটাল ব্যাংক’ নামে একটি প্রতিষ্ঠানের অফিসে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিষ্ঠানটি দৈনিক ভিত্তিতে চলচ্চিত্রের শুটিংয়ের ভিডিও সংরক্ষণের কাজ করে। নিহত ব্যক্তির নাম ভীমেশ বাবু। তিনি বেঙ্গালুরুর চিত্রদুর্গা জেলার বাসিন্দা।
পুলিশ বলেছে, রাতে অফিসে ডিউটিতে থাকা দুই কর্মীর মধ্যে লাইট অফ করা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এর একপর্যায়ে ২৪ বছর বয়সী সোমালা বামশি ক্ষোভের মাথায় ভীমেশের কপালে ডাম্বেল দিয়ে আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত সোমালা বামশি গোবিন্দরাজ নগর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ বলেছে, সোমালা বামশির বিরুদ্ধে খুনের মামলা দায়ের এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি

এবি


Latest News
Hashtags:   

অফিসের

 | 

নেভানো

 | 

ডাম্বেল

 | 

পিটিয়ে

 | 

হত্যা

 | 

Sources