Sunday 2 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 16 hours ago

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করা হয়েছিল।
শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কার্নি জানান, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করেছেন।
তিনি বলেন, আমি প্রেসিডেন্টের কাছে দুঃখপ্রকাশ করেছি।
কার্নি আরও জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিজ্ঞাপনটি প্রচার না করতে পরামর্শ দেন।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, আমি ফোর্ডকে বলেছি, আমি চাই না এই বিজ্ঞাপনটি সম্প্রচারিত হোক।
বিজ্ঞাপনটি তৈরি করেছিলেন ফোর্ড, যিনি একজন রক্ষণশীল রাজনীতিক। বিজ্ঞাপনে রিগ্যানের একটি পুরোনো বক্তব্য ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন— শুল্ক বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে।
বিজ্ঞাপনটির প্রতিক্রিয়ায় ট্রাম্প ঘোষণা দেন যে কানাডার পণ্যে শুল্ক বৃদ্ধি করা হবে, পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা স্থগিত করা হয়।

দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নৈশভোজে কার্নির সঙ্গে তার খুবই সুন্দর আলাপ হয়েছে, যদিও বিস্তারিত জানাননি। তবে শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা আপাতত পুনরায় শুরু হচ্ছে না।
কার্নি আরও জানান, শুক্রবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠককে তিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে দেখছেন।
২০১৭ সালের পর এটিই ছিল কানাডা ও চীনের নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে চীনে কানাডার নাগরিকদের আটক ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এবং চীনের পক্ষ থেকে কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল।
কার্নি বলেন, তিনি নির্বাচনে বিদেশি হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন।

এবি


Latest News
Hashtags:   

ট্রাম্পের

 | 

দুঃখপ্রকাশ

 | 

কানাডার

 | 

প্রধানমন্ত্রী

 | 

Sources