রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে যান মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাকিব। অভিযোগ উঠেছে, দেলোয়ারের স্ত্রীকেও ভয় দেখিয়ে টাকার দাবি করেছেন ছাত্রদলের ওই নেতা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজির সময় স্থানীয়রা দেলোয়ারকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।হাজী জয়নাল আবেদীন বাজারের নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘দেলোয়ারের নেতৃত্বে ৪–৫ জন যুবক অস্ত্র হাতে বাজারে আসে এবং দোকানের সামনে রাখা গাড়িগুলো থেকে চাঁদা দাবি করে। তখন স্থানীয়রা প্রতিরোধ করলে দেলোয়ারকে আটক করা হয়।’এদিকে, দেলোয়ার আটক হওয়ার পর মোহাম্মদপুর থানা ছাত্রদলের ৩ নম্বর আহ্বায়ক সাকিব দ্রুত থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি দেলোয়ারের স্ত্রীকে অর্থের বিনিময়ে ‘সহায়তা’ করার প্রস্তাব দেন তিনি।দেলোয়ারের স্ত্রী বলেন, ‘আমি বাসা থেকে তাড়াতাড়ি চলে আসায় সঙ্গে করে তেমন টাকা নিয়ে আসতে পারিনি, আপনি বলুন কত টাকা দিতে হবে। এর জবাবে সাকিব তাকে বলেন, পুলিশের বিষয় আপনি বোঝেনই তো, খরচ না দিলে ৭/৮ টা মামলায় নাম ঢুকিয়ে দিবে।’বিষয়টি জানতে সাকিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. বশির উল্লাহ বশির বলেন, ‘ছাত্রদল কখনো বলেনি থানায় গিয়ে কোনো বিষয়ে সুপারিশ করার জন্য। এই বিষয়টা আমার কানে এসেছে, তদন্ত চলছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাংটির প্রধান আনোয়ার বিল্লাল হত্যার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার ভাই দেলোয়ার ও বোন মাসুমার নেতৃত্বে ‘কব্জি কাটা গ্রুপ’ আবারও সক্রিয় হয়ে ওঠে। তারা এলাকায় প্রভাব খাটিয়ে ব্যবসা দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত।এছাড়া, আনোয়ারের অনুপস্থিতিতে দেলোয়ার ও মাসুমা গ্যাংটির কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানা গেছে। তাদের চাঁদাবাজি থেকে পাওয়া অর্থের একাংশ আনোয়ারের জামিন কার্যক্রমে ব্যয় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
আরডি
Sunday 2 November 2025
somoyerkonthosor - 16 hours ago
মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!
⁞
