Sunday 2 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 16 hours ago

খালি পায়ে কাদামাটিতে নেমে বক্তব্য দিলেন আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এক নজির স্থাপন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে কাদামাটিতেও থামছেন না। নেমে পড়ছেন খালি পায়েই।
সম্প্রতি জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে আখতার হোসেনকে দেখা যায়, কখনো গ্রামের হাটের চায়ের দোকানের মুরব্বিদের সঙ্গে চা খেতে বসে পড়েছেন, আবার কখনো দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে কাদামাটিতে নেমে বক্তব্য শুরু করে দিয়েছেন।

৩০ অক্টোবর আখতার হোসেনকে দেখা যায় রংপুর বিভাগের জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

আজ শনিবার আখতার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে তিনি কাদামাটিতে নেমে পড়েছেন খালি পায়ে। একটা মাইক্রোফোন হাতে নিয়ে বৃষ্টিতে ভিজে বক্তব্য দিচ্ছেন।

এই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘কাদামাটির মানুষেরা!’

এফএস


Latest News
Hashtags:   

কাদামাটিতে

 | 

বক্তব্য

 | 

দিলেন

 | 

আখতার

 | 

Sources