চলতি অর্থবছরে বিদেশি ঋণছাড়ে পাল্লা দিচ্ছে বিশ্বব্যাংক ও রাশিয়া। অর্থবছরের তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি দিয়েছে ৩২ কোটি ২২ লাখ ডলার। এরপরেই আছে রাশিয়া। দেশটি ওই তিন মাসে ৩১ কোটি ৫৩ লাখ ডলার দিয়েছে। রাশিয়া মূলত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ঋণ দিচ্ছে। তবে চীন গত তিন মাসে কোনো অর্থ দেয়নি। [ ]
The post চলতি অর্থবছরে বিদেশি ঋণছাড়ে এগিয়ে বিশ্বব্যাংক ও রাশিয়া appeared first on অর্থসূচক.
Sunday 2 November 2025
⁞
