প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা। আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তিন বাহিনী প্রধানের আগ্রহেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৈঠকটি প্রধান উপদেষ্টা আহ্বান করেননি; বরং তিন বাহিনীর প্রধানরাই স্বতঃপ্রণোদিত হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। তবে আজকের বৈঠকে কি বিষয়ে এবং কি আলোচনা হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
আরডি
Sunday 2 November 2025
⁞
