Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরের সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই খুন হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

স্বজনরা জানান, ফারুক মিয়ার স্ত্রীর সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে, এমন অভিযোগে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক তার বড় ভাই একাব্বরকে রামদা দিয়ে আঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, একাব্বরের হাত, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে, ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার সঙ্গে কারো পরকীয়া সম্পর্ক নেই। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এফএস


Latest News
Hashtags:   

শেরপুরে

 | 

স্ত্রীর

 | 

সঙ্গে

 | 

পরকীয়া

 | 

সন্দেহে

 | 

ভাইয়ের

 | 

Sources