Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

সালমান হত্যা মামলার আসামিদের দেশত্যাগরোধে সীমান্তে বাড়তি সতর্কতা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর, নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।এদিকে, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে সে লক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কাবস্থা জারি করা হয়।জানা গেছে, এই পথ দিয়ে চলাচলরত যাত্রীদের ছবি হত্যা-মামলার আসামিদের তালিকা ও ছবির সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনাগমনের অনুমতি দেয়া হচ্ছে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছি। সেই মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ওই মামলার আসামিরা যাতে এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।এইচএ


Latest News
Hashtags:   

সালমান

 | 

হত্যা

 | 

মামলার

 | 

আসামিদের

 | 

দেশত্যাগরোধে

 | 

সীমান্তে

 | 

বাড়তি

 | 

সতর্কতা

 | 

Sources