Thursday 30 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 15 hours ago

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই চিহ্ন ব্যবহার করার কারণে শাপলা ফুড প্রোডাক্টস নামের এক বেকারির দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বুধবার দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার এলাকায় বীজ, কীটনাশক, বেকারী ও মুদি দোকানে তদারকি করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরিসহ বিভিন্ন অভিযোগে শাপলা ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী মো. আবুল বাসারকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্য প্রতিষ্ঠানকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
এসআর


Latest News
Hashtags:   

জীবননগরে

 | 

ভোক্তা

 | 

অধিকারের

 | 

অভিযানে

 | 

হাজার

 | 

জরিমানা

 | 

Sources