প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে এ দল। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং যেন নিজেই নিজেকে হারিয়ে ফেলেছিল। ইনিংসের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। প্রথম ছয় ব্যাটসম্যান মিলে রান তুলেছেন মাত্র ৬২। কোনো জুটি দাঁড় করাতে পারেননি কেউই। শেষ দিকে তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান কিছুটা প্রতিরোধ গড়লেও ফলাফল পাল্টাতে তা যথেষ্ট ছিল না।ওই ম্যাচে বাংলাদেশের বোলিংও দুই ভাগে ভাগ করা যায়—শুরুর অংশে শৃঙ্খলাবদ্ধ, শেষে ছন্দহারা। শেষ তিন ওভারে রভম্যান পাওয়েল একাই বদলে দেন ম্যাচের চিত্র, তুলে নেন ৫১ রান। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস দাঁড়ায় ১৬০ রানের ওপরে, যা বাংলাদেশের জন্য অতল গহ্বর প্রমাণ হয়।শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও ভুলের ছড়াছড়ি। সহজ ক্যাচ ফেলা, রান আউটের সুযোগ নষ্ট, সব মিলিয়ে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে।আজকের ম্যাচে তাই ব্যাটিংয়ে দৃঢ়তা ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ। কারণ এই ম্যাচ কেবল সিরিজ বাঁচানোর লড়াই নয়, বরং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দলের ভেতর এখন আলোচনা-টপ অর্ডার কবে নিজেদের মতো খেলবে?এদিকে ওয়েস্ট ইন্ডিজ আত্মবিশ্বাসে টগবগ করছে। টানা সাত সিরিজে হারার পর তারা অবশেষে পেয়েছে জয়ের দেখা। ওপেনার আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং ভালো শুরু এনে দিয়েছিলেন, আর শেষে পাওয়েল-হোপ মিলে গড়েন জয়ের ভিত। আজও তারা একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে।সব মিলিয়ে, সিরিজে টিকে থাকতে হলে আজ ব্যাট হাতে জ্বলে উঠতে হবে টাইগারদের। কারণ আজ হারলে শুধু সিরিজ নয়, আত্মবিশ্বাসের বড় ক্ষতিও বয়ে আনবে লিটন দাসদের জন্য।
Monday 3 November 2025
somoyerkonthosor - 5 days ago
