Thursday 30 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 16 hours ago

‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ছেন তারা। বুধবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণার কথা জানান অনশনরতরা।জানা গেছে, গত রবিবার দুপুর থেকে বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন এক শিক্ষার্থী। পরবর্তীতে তার সঙ্গে আরও দুই শিক্ষার্থী অনশনে যোগ দেন।অনশনরত শিক্ষার্থীরা হলেন, ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি, সমাজকর্ম বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে এম মাঈনুল। এদিকে, বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অনশন নিয়ে বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বাকসু নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘ কয়েকমাস যাবত আন্দোলন-সংগ্রাম করে আসছি। কলেজ প্রশাসন আমাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কোন সমাধান দিতে পারেনি।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক ভবন শাটডাউন দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ২২ টি বিভাগে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। ২০০৩ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিএম কলেজে।ইখা


Latest News
Hashtags:   

বাকসু

 | 

নির্বাচন

 | 

পর্যন্ত

 | 

Sources