Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

১২ বছর পর ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এতে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ বল আর ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছিল স্বাগতিকরা। বুধবার (২৯ অক্টোবর) হ্যামিল্টনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন জেমি ওভাটন। ৩৪ রান আসে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাট থেকে। এছাড়া ২৫ রান করেন জো রুট।কিউইদের পক্ষে ব্লেয়ার টিকনার শিকার করেন চারটি উইকেট, দুটি উইকেট পান নাথান স্মিথ। একটি করে উইকেট পান জ্যাকব ডাফি, জ্যাকারি ফকস, মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ইয়ংকে হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে কিউইরা। ইনিংস লম্বা করতে পারেননি অভিজ্ঞ কেইন উইলিয়ামসনও। এরপর ড্যারি মিচেলকে নিয়ে ধীরস্থীরভাবে খেলতে থাকেন রচিন রবীন্দ্র। ৫৮ বলে ৫৪ রান করে তিনি যখন ফেরেন সাজঘরে, নিউজিল্যান্ডের জয় তখন প্রায় নিশ্চিত। রাচিনের পর ড্যারিল মিচেলও তুলে নেন অর্ধশতক। অধিনায়ক মিচেল স্যান্টনার ক্রিজে নেমে পালন করেন ফিনিশিংয়ের দায়িত্ব। হেসেখেলে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে কিউইদের। ওয়ানডেতে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে জিতেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে জিতল ১৭ বছর পর। অন্যদিকে ওয়ানডেতে বাজে সময় কাটছেই না ইংল্যান্ডের। ২০২৩ বিশ্বকাপের পর এটি ২৫ ম্যাচে ইংল্যান্ডের ১৭তম হার।
আরডি



Latest News
Hashtags:   

ইংলিশদের

 | 

বিপক্ষে

 | 

সিরিজ

 | 

নিউজিল্যান্ড

 | 

Sources