Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি কারাবন্দী অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে কামাল আহমেদ খান। চার মামলায় বিগত ৬ মাস ধরে তিনি কারাগারে ছিলেন।জানা যায়, পুলিশ হত্যাসহ চারটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বাচ্চু খান। তবে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য বিগত এপ্রিল মাসের ২২ তারিখে সিরাজগঞ্জ জজ আদালতে আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বার্ধক্যজনিত রোগসহ নানা কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে আহম্মদ মোস্তফা খান বাচ্চু স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা জানান, ‘বাচ্চু খান হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগাক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারাগার থেকে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারকে জানানো হয়েছে। স্বজনরাও রওনা হয়েছেন মরদেহ গ্রহনের জন্য।’
এসএম


Latest News
Hashtags:   

পুলিশ

 | 

হত্যা

 | 

মামলায়

 | 

কারাবন্দী

 | 

নেতার

 | 

মৃত্যু

 | 

Sources