Wednesday 29 October 2025
somoyerkonthosor - 3 days ago
টিকা দিতে যাওয়ার পথে ১৪ দিনের বাচ্চাসহ নানীর মৃত্যু
নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ১৪ দিনের নবজাতক নাতনী ও তার নানী নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় ঘটে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
নিহতরা হলেন, ওই ইউনিয়নের শুটি বাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য খাতুন (৫৫) এবং তার নাতনী মোছা. সামিয়া আক্তার (১৪ দিন বয়স)। নবজাতকের বাবার নাম মো. বাবুল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১৪ দিনের নবজাতককে টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন নানী সুর্য খাতুন। পথিমধ্যে গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া আক্তার মারা যায়। আহত অবস্থায় নানী সুর্য খাতুনকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।’
এসআর
⁞
