Wednesday 29 October 2025
somoyerkonthosor - 3 days ago
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লোকাল বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৫৫) মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস উকিলবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী ফাতেমা বেগমকে চাপা দেয় এবং খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, বেলা ১২টার দিকে খবর পেয়ে আমরা দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এর মধ্যে এক নারী মারা গেছেন। রেকারের সাহায্যে বাসটির উদ্ধার কাজ চলছে।
এসআর
⁞
