Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার


যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্য থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় এক কৃষক জানান, তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে শার্শা থানার আওতাধীন গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে বোমা নিস্ক্রিয় একটি টিম ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বোমা তিনটি নিস্ক্রিয় করা হয়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসআর


Latest News
Hashtags:   

যশোরের

 | 

শার্শায়

 | 

পরিত্যক্ত

 | 

অবস্থায়

 | 

তিনটি

 | 

ককটেল

 | 

উদ্ধার

 | 

Sources