Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

বিয়া কিন্তু আই গইজ্জম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল উখিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে যত বৈরাত যাবি যা, বিয়া কিন্তু আই গইজ্জম। (অর্থাৎ, যে যত বরযাত্রী যাক, বিয়ে কিন্তু আমিই করব।)’রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে— আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন শেষ পর্যন্ত তার হাতেই আসবে। কারণ তিনি দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক এবং ইতিপূর্বে চারবার এই আসনের সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ মনোনয়ন নিতে নানা কৌশল চালিয়ে গেলেও টেকনাফের তুলনায় উখিয়ায় তেমন প্রভাব পেলতে পারেনি। তাই তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে উখিয়াবাসী কোনভাবেই বিশ্বাস করতে পারছেন না।এদিকে, একই আসনে জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমির মওলানা নূর আহমদ আনোয়ারীও রয়েছেন উখিয়া-টেকনাফের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে। ফলে এই আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তাপ ও কৌতূহল।উখিয়া কৃষকদলের সভায় এক বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একটি গণতান্ত্রিক সরকার অপরিহার্য। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ধানের শীষ মার্কায় গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং ভোটারদের ঘরে ঘরে যেতে হবে।’তিনি আরও বলেন, ‘আমি আপনাদের পরীক্ষিত নেতা। কখনও দুর্নীতি বা স্বজনপ্রীতি করিনি। নির্বাচিত থাকি বা না থাকি— আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকব।’এখন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো উখিয়ায় এখন নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে চলছে সভা-সেমিনার, উঠান বৈঠক ও কর্মী সভার ব্যস্ততা। প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এখন ভোটারদের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন।জনগণের দৃষ্টি আকর্ষণে কেউ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ আবার উন্নয়নমূলক ইতিহাস তুলে ধরে ভোট চাচ্ছেন। ব্যানার, ফেস্টুন, পোস্টার আর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানামাত্রিক প্রচারণা।এদিকে, ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করছেন,কারও প্রচারণায় আধুনিক প্রযুক্তি, কারও তৃণমূল যোগাযোগই প্রধান হাতিয়ার। ফলে সার্বিকভাবে উখিয়া এখন নির্বাচনী উত্তেজনায় টগবগ করছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চমকপ্রদ। মাঠে নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীরাও সক্রিয় ভূমিকা রাখছেন।উখিয়ার প্রত্যন্ত গ্রামে এখন একটাই আলোচনা- কে হচ্ছেন জনগণের পছন্দের প্রার্থী? কে পাচ্ছে নমিনেশন? -এ নিয়ে চলছে বিএনপি তে নানা আলোচনা-সমালোচনা।ইখা


Latest News
Hashtags:   

কিন্তু

 | 

গইজ্জম

 | 

Sources