Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

চট্টগ্রামে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিয়ে দিলো বিআরটিএ

‘শাস্তি নয়, সচেতনতা,’ এই মূল বার্তা নিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হাতে নিরাপত্তার প্রতীক হিসেবে মানসম্মত হেলমেট তুলে দিলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমের উদ্বোধন করা হয়।‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে জরিমানার পরিবর্তে হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যের মানসম্মত হেলমেট। বিআরটিএ’র এই উদ্যোগকে সড়ক নিরাপত্তা নিশ্চিতের এক মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ মানুষ।কার্যক্রমে সহযোগিতা করে চট্টগ্রাম পটিয়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, জেলা হাইওয়ে ও ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।বিআরটিএ কর্মকর্তারা জানান, ‘একটি হেলমেট শুধু আইন মানার প্রতীক নয়, এটি জীবনের ঢাল। মানুষ যেন বাধ্য হয়ে নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করে, সেটিই আমাদের লক্ষ্য।’তারা আরও বলেন, “এই দিবসে আমরা জরিমানা নয়, উৎসাহ ও সচেতনতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”এর আগে নগরীর জিইসি মোড়, নতুনব্রিজ মোড়সহ বিভিন্ন এলাকায়ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বিআরটিএ।
এসএম


Latest News
Hashtags:   

চট্টগ্রামে

 | 

হেলমেটবিহীন

 | 

মোটরসাইকেল

 | 

আরোহীকে

 | 

হেলমেট

 | 

পরিয়ে

 | 

বিআরটিএ

 | 

Sources