চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান-আমেরিকান টিভি উপস্থাপক, উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া সাংবাদিক লিও দিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভিনিসিয়াসের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে—কারণ তিনি নাকি অন্য নারীদের সঙ্গে তার কথোপকথন আবিষ্কার করেছিলেন।তবে, বাস্তবতা যেন পুরো ভিন্ন কিছু। এল ক্লাসিকো জয়ের পর ভিনি সময় কাটাচ্ছেন ভার্জিনিয়ার সঙ্গে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগের মাধ্যম-ইনস্টাগ্রামে প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ‘মধুর’ সময় কাটানোর ছবি পোস্ট করেন ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারকে নিজের প্রেমিকার সঙ্গে ভালোবাসাপূর্ণ ভঙ্গিতে তোলা একটি ছবিতে দেখা যায়—তিনি পিছন থেকে ভার্জিনিয়াকে জড়িয়ে ধরেছেন, ঘরটি সাজানো টেডি বিয়ার, বেলুন ও গোলাপের পাপড়িতে। পোস্টটিতে রিয়্যাক্ট করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ও আর্লিং হালান্ড, আর ভিনির সতীর্থরা করেছেন ঠাট্টা-মশকরায় ভরা মন্তব্য।ব্রাজিলিয়ান পূর্বসূরি নেইমার ও সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা দু’জনই ভিনিকে মজা করে খোঁচা দিয়েছেন ইনস্টাগ্রামে তার প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকাকে নিয়ে দেওয়া পোস্টে।রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত মওসুমের প্রথম এল ক্লাসিকোর দ্বিতীয়ার্ধে খেলোয়াড় বদলে নিজের নাম দেখে বিরক্তি প্রকাশ করেন ভিনি। সেসময় মাঠ ছাড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পড়েন সমালোচনার মুখে। কোচ জাভি আলোনসোর সঙ্গে যে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না, তা এখন প্রকাশ্যে। রিয়াল মাদ্রিদে মোটেও সময়টা ভালো কাটছে না ভিনিসিউস জুনিয়র ওরফে ভিনির।এর মধ্যে তার প্রেমিকা ব্রাজিলিয়ান-আমেরিকান টিভি উপস্থাপক, উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়াও চলতি মাসের শুরুতে দুজনের সম্পর্কের টানপোড়েন নিয়ে কথা বলেন গণমাধ্যমে। সাংবাদিক লিও দিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে ভার্জিনিয়া বলেছিলেন, ভিনিসিয়ুসের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে—কারণ তিনি নাকি অন্য নারীদের সঙ্গে তার কথোপকথন আবিষ্কার করেছিলেন।ঘটনার পর ভিনিসিয়ুস প্রকাশ্যে ক্ষমা চান। ভিনির সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টেই দেখা গেছে, তারা আবার একসঙ্গে হয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন: ভি লাভ ভি । বুঝতে বাকি নেই তাদের নামের অদ্যাক্ষর নিয়েই এটি লেখা হয়েছে। পোস্টটি দেখে নেইমার মন্তব্য করেছেন, ছেলেটা তো প্রেমে পড়ে গেছে মনে হয়! অন্যদিকে কামাভিঙ্গা লিখেছেন, ভালোবাসায় ডুবে গেছো দেখছি! গত রবিবার এল ক্লাসিকোতে কোচ জাভি আলোনসো যখন ৭২তম মিনিটে তাকে বদলি করে রদ্রিগোকে নামান, তখন তিনি স্পষ্টভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। বেঞ্চের দিকে ইশারা করে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে, এমনকি সম্প্রচারকারী DAZN তার মুখের কথা ধরে ফেলে– সব সময় আমাকেই তুলে নেয়! আমি দল ছেড়ে যাচ্ছি! হ্যাঁ, যাচ্ছি! আমিই চলে যাচ্ছি! তার এই আচরণ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ফুটবলাররা। উরুগুয়ের সাবেক ডিফেন্ডার দিয়েগো লুগানো ইএসপিএনের ‘রাউন্ড রিভিউ’ অনুষ্ঠানে বলেন, এই স্তরে এমন বিশৃঙ্খলা দেখা সত্যিই দুঃখজনক। এতে তার মর্যাদা রিয়াল মাদ্রিদে ও স্প্যানিশ ফুটবলে মারাত্মকভাবে কমে যাবে। প্রায় প্রতি সপ্তাহেই সে কোনো না কোনো সমস্যায় জড়িয়ে পড়ে—প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা, সতীর্থদের সঙ্গে ঝগড়া। ওর ব্যক্তিত্ব এমন যে, ও লড়াই পছন্দ করে। কিন্তু মাথায় এখন কী চলছে, তা বোঝা মুশকিল। একথা নিশ্চিত—রিয়াল মাদ্রিদে তার অবস্থান দুর্বল হবে। এদিকে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা স্টিভ ম্যাকম্যানামান যোগ করেন, এটা তোমাকে নিয়ে নয়, এটা পুরো দলকে নিয়ে। দল জিতলেই বিষয়টা গুরুত্বপূর্ণ। বার্সেলোনাকে হারানো, পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়া, নতুন কোচ আলোনসোর প্রথম এল ক্লাসিকো জয়—এসবই আসল কথা। এখন আমরা কারও বদলি হওয়া নিয়ে আলোচনা করছি, যা হাস্যকর। এতে আমি ক্ষিপ্ত হয়ে যাই। আলোনসোর দল নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে আট দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলবে। লা লিগায় তারা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া ও রায়ো ভায়েকানোর বিপক্ষে, আর এর মধ্যে তারা ইংল্যান্ডে গিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।ইখা
Saturday 1 November 2025
somoyerkonthosor - 3 days ago
