Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের

রাজধানীর বিভিন্ন স্থানের বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার অনেকে। তবে এই ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই ঢাকার বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। জানা গেছে, রাজধানীর কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক, দক্ষিণখানসহ বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।তিতাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার কাজের সময় পাইপলাইনে এক ধরনের রাসায়নিক পদার্থ দেওয়া হয়। এর কারণে গন্ধ ছড়াতে পারে। আবার পাইপলাইন লিকেজের কারণেও অনেক সময় এমন গন্ধ ছড়ায়। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোন এলাকায় এমন সমস্যা হচ্ছে তা জানিয়ে তিতাসের হেল্পলাইনে ফোন দিলে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে।গ্যাস সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ জানাতে ১৬৪৯৬ নম্বরে ফোন করা যেতে পারে। এটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হেল্পলাইন নম্বর।এইচএ


Latest News
Hashtags:   

ঢাকার

 | 

বিভিন্ন

 | 

স্থানে

 | 

গ্যাসের

 | 

আতঙ্কিত

 | 

পরামর্শ

 | 

তিতাসের

 | 

Sources