বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার (২৫ অক্টোবর) বিজিবি র পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায়, ক্যাপ্টেন অমিত কুমার সাহা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাঘাইছড়ি আবাসিক এলাকায় চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশী সিগারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১০০ কার্টন সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য আড়াই লাখ টাকা বলে বিজিবি জানায়।বিজিবি জানায়, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ইখা
Wednesday 29 October 2025
⁞
