Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের গির্জা মহল্লা এ.কে স্কুল মাঠে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তার দৃঢ় অবস্থানের কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।’নারীদের উদ্দেশে রহমাতুল্লাহ বলেন, ‘বাংলাদেশের নারী জাগরণের ইতিহাসে খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি নারীদের শিখিয়েছেন কিভাবে সাহসী হতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, নিজের অধিকার আদায় করতে হয় ‘তিনি আরও যোগ করেন, ‘আজ রাজনীতি, প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে যেসব নারী নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেই খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত। তিনি প্রমাণ করেছেন— নারী মানেই দুর্বল নয়, নারীই পারে জাতিকে নেতৃত্ব দিতে।’কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, সদর উপজেলা মহিলা দলের নেত্রী ইসরাত জাহান রিমা, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের জাহানারা পারভীন, জাগুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেতারা বেগম, শায়েস্তাবাদ ইউনিয়নের হোসনে আরা বেগম, চরমোনাই ইউনিয়নের হনুফা বেগম, চন্দ্রমোহন ইউনিয়নের সাহেরা বেগম, চাঁদপুরা ইউনিয়নের নীরু বেগম, চরবাড়িয়া ইউনিয়নের জয়নব বিবী, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কহিনুর বেগম, জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবির, আখি ইসলাম, স্বর্ণা ইসলাম ও নগরীর ২৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী ফরিয়া ইয়াসমিন প্রমুখ।ইখা


Latest News
Hashtags:   

খালেদা

 | 

জিয়ার

 | 

রোগমুক্তি

 | 

সুস্থতা

 | 

কামনায়

 | 

বরিশালে

 | 

মাহফিল

 | 

Sources