Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

তালতীতে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য মিয়া. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের ৫ জুন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।এ বিষয়ে মিয়া. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি কর্মী-সর্মকদের প্রত্যাশা ও জনগণের চাপে পড়ে নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম। তবে দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করা আমার ভুল সিদ্ধান্ত ছিলো। যেহেতু দলের দুঃসময়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আশা করি দল আমার এই ভুল শুধরানোর সুযোগ দিবেন। আমি আমার প্রয়াত বাবার দেখানো পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তে অমৃত্যই থাকব।’এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা বলেন, ‘মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে দলের হাইকমান্ডে আবেদন দেওয়া আছে। আশা করি, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বহিস্কারাদেশ প্রত্যাহার করবে।’ইখা


Latest News
Hashtags:   

তালতীতে

 | 

বিএনপি

 | 

নেতার

 | 

বহিস্কারাদেশ

 | 

প্রত্যাহারের

 | 

Sources