Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

ইবির বায়োটেকনোলজি বিভাগের রজতজয়ন্তী উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনভর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর বিভাগের তথ্যচিত্র প্রদর্শন ও অতিথিদের বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব।অনুষ্ঠানে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল মান্নান।এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার বলেন, এই অ্যালামনাই পুনর্মিলনী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করবে। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গাতে সম্মানের সাথে অবদান রেখে যাচ্ছে। আশা করি বর্তমান শিক্ষার্থীরা সেই ঐতিহ্যকে ধারণ করবে এবং ভবিষ্যতে এই বিভাগকে অনেকদূর নিয়ে যাবে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বর্তমান বিশ্বে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেশাগত জীবনে এই বিভাগ থেকে প্রতিষ্ঠিত হওয়ার অবারিত সুযোগ রয়েছে। অ্যালামনাইদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এলামনাই হলো বিশ্ববিদ্যালয়ের হার্ট, কারণ তারাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সামনে তুলে ধরে। একটি বিভাগ পরিচিত হয় তার প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে। এলামনাইরা আর্থিকভাবে বিভাগের শিক্ষার্থীদের সহায়তা করতে পারে। তাই এলামনাইরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। বিভাগের ২৫ বছর পূর্তিতে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা এবং আশা করছি আপনারা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবেন। ইখা


Latest News
Hashtags:   

বায়োটেকনোলজি

 | 

বিভাগের

 | 

রজতজয়ন্তী

 | 

উদযাপন

 | 

Sources