Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে নেজাম গ্রুপের সমর্থক মো. সিরাজ (৩৭) নামে এক প্রবাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সওদাগরঘোনা এলাকায় নেজাম গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। সকাল ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলাগুলি শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। স্থানীয়রা জানান, সকাল থেকে অন্তত ৩০-৪০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত মো. সিরাজ দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। তিনি নেজাম গ্রুপের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ গ্রুপের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পুলিশ মাঠে রয়েছে।’

মরদেহ উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে আনা হয়, পরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয়রা জানায়, চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও একই এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

এফএস


Latest News
Hashtags:   

চকরিয়ায়

 | 

চিংড়ি

 | 

আধিপত্যের

 | 

সংঘর্ষ

 | 

Sources