Wednesday 29 October 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট বাজারে ঝুনাগাছ চাপানি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। মাওলানা আব্দুস সাত্তার নব যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।’নব যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে- গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সভাপতি রেজাউল করিম, ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মাসুদ রানা। এ ছাড়াও তাদের নেতৃত্বে যোগদান করেন মিলন ইসলাম, রফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, মোস্তাকিম বিল্লাহসহ আরও কয়েকজন তরুণ নেতাকর্মী।যোগদানকারীরা জানান, ‘ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে দ্বীন কায়েমের উদ্দেশে তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।’অনুষ্ঠানে যোগদানকারী দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা জামায়াতের নীতি নৈতিকতা ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগদান করলাম।’এসময় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান শেষে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং দেশ, জাতি ও সংগঠনের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।ইখা


Latest News
Hashtags:   

নীলফামারীতে

 | 

গণঅধিকার

 | 

পরিষদের

 | 

নেতাকর্মীর

 | 

জামায়াতে

 | 

যোগদান

 | 

Sources