‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। বরং হিংসা-প্রতিহিংসা আরও ছড়িয়ে পড়বে। তাই আমি বলবো, আওয়ামী লীগের রাজনীতির স্বীকৃতি দেওয়া উচিত’- বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে পদত্যাগ করে আ.লীগে যোগ দেওয়া কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন।শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন নামের একটি ফেসবুক পেজ থেকে মুবিন নিজেই লাইভে এসে এই মন্তব্য করেন।আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সবাই এই দেশের বাসিন্দা আমার, আপনার, সবার সমান অধিকার রয়েছে।’জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সত্যিকারের অর্থে তাদের অতীতের ভুল ও ত্রুটি অনুধাবন করে থাকে, তাহলে বুঝতে হবে এই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আওয়ামী লীগের রাজনীতিই একমাত্র পথ। জামায়াতে ইসলামী যদি একাত্তরসহ অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে থাকে, সেটি ইতিবাচক পদক্ষেপ। তবে মুখের কথা নয়, কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতির অন্তর্ভুক্তি ও শেখ হাসিনার নেতৃত্বে কাজের মাধ্যমে যদি তারা সেই অনুতাপ দেখাতে পারে, তাহলে আমরাও তা বিশ্বাস করতে পারবো। লাইভ শেষে তিনি বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের জয় হোক।’এর আগে শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এর আগে বুধবার (২২ অক্টোবর) অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন নামের একটি ফেসবুক পেজ থেকে মুবিন নিজেই লাইভে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর সেই ফেইসবুক লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।এর আগে গত (৫ অক্টোবর) অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তার ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, শহীদ জিয়ার আদর্শ সততায় মুগ্ধ, তার আরেক আদর্শ বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী একজন সাধারণ বিএনপি পরিবারের সন্তান। আমার নিজের রাজনৈতিক অদূরদর্শিতা, সামাজিক প্রেক্ষাপট গভীরভাবে বোঝার দূরদৃষ্টির অভাব, জাতীয় আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো নেতার আস্থাভাজন হওয়ার অপারগতা, অনেক সিনিয়র যোগ্য নেতাদের উপদেশ ধৈর্য অভাব থাকায়, আমি সুস্থ সজ্ঞানে ৫/১০/২০২৫ বিএনপির রাজনৈতিক অবস্থান প্রিয় মাতৃভূমিতে বিগত ১৭ বছরের মাঝে সবচেয়ে ভালো থাকাবস্থায় আমি কিশোরগঞ্জ পৌর বিএনপি সদস্য পদ হতে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এ ছাড়া গত ২২ অক্টোবর মুবিন তার নিজের ফেসবুক একাউন্টে লাইভে এসে বলন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে। ফয়জুল করিম গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া পারিবারিক ভাবেও সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।ইখা
Wednesday 29 October 2025
⁞
