Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 5 days ago

কাল ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন মুফতি রায়হান জামিল




ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন। আগামীকাল ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ৩টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করবেন তিনি।

এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ১০০ পরিবারের কাছে প্রতীকী মূল্যে গরুর মাংস বিক্রি করা হবে। ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দরিদ্র মানুষদের মধ্যে এই মাংস বিতরণ করা হবে।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে মুফতি রায়হান জামিল বলেন, ‘বর্তমানে গরুর মাংসের দাম এতটাই বেড়েছে যে, গরিব মানুষের পক্ষে কুরবানির সময় ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে। মানুষের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।’

এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মুফতি রায়হান জামিলের এই মানবিক পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলেছেন, এটি সমাজে সহমর্মিতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।এফএস


Latest News
Hashtags:   

টাকায়

 | 

বিক্রি

 | 

করবেন

 | 

মুফতি

 | 

রায়হান

 | 

জামিল

 | 

Sources