দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা গোপালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছখুরিয়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে।বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, মোজাহারুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বর্ষা গোপালপুর এলাকায় একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।এনআই
Saturday 1 November 2025
somoyerkonthosor - 3 days ago
