Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পশ্চিম পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরা (বিল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু ওই এলাকার আফসার আলীর স্ত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গৃহবধূ নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এক পর্যায়ে বুধবার বিকালে বাড়ির পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব্যবহৃত জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারের লোকজনের সন্দেহ, নিখোঁজ গৃহবধূ এই বিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে।

পরিবারের লোকজন ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর নিয়ে দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ওই বিলে বিভিন্ন কায়দায় উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তারা ওই গৃহবধূকে উদ্ধার করতে পারেনি।

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই বিলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

নিহত গৃহবধূর স্বজন ও স্থানীয়রা জানান, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। ঢাকা, রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও তার কোনো অগ্রগতি হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বিষাদগ্রস্ত ছিলেন শাফিয়া।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে মুঠোফোনে গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এফএস


Latest News
Hashtags:   

ফুলবাড়ীতে

 | 

নিখোঁজের

 | 

ঘণ্টা

 | 

গৃহবধূর

 | 

মরদেহ

 | 

উদ্ধার

 | 

Sources