লক্ষ্মীপুর জেলার রায়পুরে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাফর আহম্মেদ তুহিন (৩৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুহিন ৬নং কেরোয়া গ্রামের মৃত কবির আহমেদ মিয়ার সন্তান।
এ বিষয়ে রায়পুর থানার পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী তুহিন, মাইকেল ও মিরাজসহ একটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাইকারি মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
অভিযানে তুহিনকে আটক করা গেলেও সহযোগী মাইকেল ও মিরাজ পালিয়ে যায়। এ সময় তুহিনের কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আটক তুহিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত তুহিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
এনআই
Saturday 1 November 2025
somoyerkonthosor - 3 days ago
