জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম বিতরণ করা হয়।গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিব। বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা ছিল তাঁর। সেই ইচ্ছা পূরণেই সহযোদ্ধা শাহরিয়ার এই উদ্যোগ নেন।এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘আমার ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আর সেই সুযোগ পায়নি। হাসিবের সেই অপূর্ণ ইচ্ছে পূরণের দায়িত্ব সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি নিয়েছি। আমি তার পক্ষ থেকে এক হাজার নয়, বরং ৫০০ বেশি, মোট ১,৫০০ জনকে আইসক্রিম দিয়েছি। হাসিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, হাসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।’এবিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘হাসিবুর রহমান হাসিব ছিল ছাত্রদল পরিবারের একজন নিবেদিতপ্রাণ সদস্য। তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় দিবসে সাধারণ শিক্ষার্থীদের জন্য আইসক্রিম খাওয়ানোর তার যে মহৎ ইচ্ছা ছিল, তা পূরণের জন্য শাহরিয়ার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে ছাত্রদল সবসময় হাসিবের স্মৃতিকে সমুন্নত রাখবে।’উল্লেখ্য, হাসিবুর রহমান হাসিব ছিলেন ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তিনি আসন্ন জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচিত ছিলেন।
এসএম
Thursday 30 October 2025
somoyerkonthosor - 2 days ago
