কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীরমুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ঋনের চাপে অনেক দিন থেকে মানসিক দুচিন্তায় ছিলেন। এক পর্যায়ে তিনি ঋনের চাপ সহ্য করতে না পেরে পরিবারের অজান্তে রবিবার সকালে নিজ বসত বাড়ির টয়লেটের ভেতর বাঁশের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বাড়ির লোকজন সকালে টয়লেটে ঢুকে দেখতে পান তার ঝলন্ত মরদেহ। এরপর বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত বীরমুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা। দুপুরে ঘটনাস্থলে মরদেহ সুরতহাল করে মৃত্যুর সঠিক কারণ জানতে বিকালে মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার (৩ নভেম্বর) মরদেহ ময়না তদন্ত করা হবে। এরপর ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এনআই
Monday 3 November 2025
