Tuesday 4 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 1 days ago

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি হলেন, ওই এলাকার মৃত. ছিরু শেখের ছেলে ওবায়দুর রহমান (৩৮) ও তার স্ত্রী শারমিন বেগম (৩০)।
এ ঘটনায় সোমবার (৩ নভেম্বর) সকালে ভুক্তভোগী ওবায়দুর রহমানের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওবায়দুর রহমানের স্ত্রী শারমিন বেগমের সঙ্গে প্রতিবেশী আরিফুল মোল্যার স্ত্রী মর্জিনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার সময় প্রতিবেশী আরিফুল মোল্যা, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে হাবিবুর রহমানসহ আরও কয়েকজন ওবায়দুর রহমানের বাড়িতে হামলা চালায়। অভিযুক্তরা হাতুড়ি দিয়ে প্রথমে ওবায়দুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্বামীকে রক্ষা করতে গেলে শারমিন বেগমকেও তারা রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হামলার মূল অভিযুক্ত আরিফুল মোল্যা (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে রাতের আঁধারে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালামাল বিক্রিরও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আরিফুল মোল্যার বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



এসআর


Latest News
Hashtags:   

আলফাডাঙ্গায়

 | 

প্রতিপক্ষের

 | 

হাতুড়ি

 | 

পেটায়

 | 

স্বামী

 | 

স্ত্রী

 | 

হাসপাতালে

 | 

Sources