আফ্রিকাজুড়ে অসংখ্য বিখ্যাত মসজিদ রয়েছে। এখানে আফ্রিকার কয়েকটি বিখ্যাত ও প্রসিদ্ধ মসজিদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:
হাসান দ্বিতীয় মসজিদ:
মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদ বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদগুলোর একটি। এটি প্রায় ৯ হেক্টর জমির ওপর নির্মিত।
মরক্কোর সুলতান হাসান দ্বিতীয় এটি নির্মাণের উদ্যোগ নেন, এর নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৯৩ সালে।মসজিদটির মিনার বা মিনারেটের উচ্চতা ২১০ মিটার (৬৮৯ ফুট), যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মিনার।
আবুজা ন্যাশনাল মসজিদ:
নাইজেরিয়ার রাজধানী আবুজার ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউতে অবস্থিত আবুজা ন্যাশনাল মসজিদ। মসজিদটি নির্মিত হয়েছিল ১৯৮৪ সালে।
ইবন তুলুন মসজিদ:
মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বিথ্যাত মসজিদগুলোর একটি ইবন তুলুন মসজিদ। জমির আকারের দিক দিয়ে এটি কায়রোর সবচেয়ে বড় মসজিদ এবং মিসর ও আফ্রিকার অন্যতম প্রাচীন মসজিদগুলোর একটি।
ইতিহাসবিদদের মতে, এই মসজিদের নির্মাণ সম্পন্ন হয় ২৬৫ হিজরিতে।
ডজেনের গ্রেট মসজিদ:
বিশ্বের সবচেয়ে বড় কাদামাটির ইটের তৈরি মসজিদ হিসেবে বিখ্যাত ডজেনের গ্রেট মসজিদ। অনেক স্থপতি এটিকে সুদানো-সাহেলিয়ান স্থাপত্যশৈলীর অন্যতম মহৎ সৃষ্টি হিসেবে বিবেচনা করেন। সম্পূর্ণ কাদামাটি দিয়ে নির্মিত এই মসজিদ মালির জেনি নামে একটি এলাকায় অবস্থিত। ফলে এটি সারা বিশ্বে ‘গ্রেট মস্ক অব জেনি’ নামেই অধিক পরিচিত।
জোহানেসবার্গের গ্র্যান্ড মসজিদ:
জোহানেসবার্গের গ্র্যান্ড মসজিদটি নামাজ এবং ধর্মীয় শিক্ষার কেন্দ্র। এর মধ্যে রয়েছে অটোমান স্থাপত্যশৈলীর একটি মসজিদ। এটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের মুসলিম এবং অ-মুসলিম উভয়ের জন্যই প্রধান আকর্ষণ।
পিপলস মসজিদ কমপ্লেক্স:
এই মসজিদ তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা এবং আজিজ মাহমুদ হুদায়ী ফাউন্ডেশনের সহযোগিতায় নির্মিত হয়েছে। ২০২১ সালের ১৫ জুলাই ঘানার আকরা শহরে মসজিদটি উদ্বোধন করা হয়।
খার্তুমের গ্র্যান্ড মসজিদ:
সুদানের রাজধানী খার্তুমের বিখ্যাত মসজিদগুলোর একটি খার্তুমের গ্র্যান্ড মসজিদ। এটি রাজধানী খার্তুমের অন্যতম নিদর্শন। মসজিদটি ১৯০০ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।
উক্ববা ইবনে নাফি মসজিদ:
এই মসজিদটি তিউনিসিয়ার ইউনেসকো হেরিটেজ শহর খাইরউয়ানে অবস্থিত। এটি উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ ইসলামী নিদর্শন।
৫০ হিজরিতে (প্রায় ৬৭০ খ্রিষ্টাব্দে) মসজিদটি নির্মিত হয়। মসজিদটি ৯,০০০ বর্গমিটার এর বেশি জমির ওপর নির্মিত।
নাইজারের আগাদেজ গ্র্যান্ড মসজিদ:
নাইজারের আগাদেজ গ্র্যান্ড মসজিদটি প্রথম নির্মাণ করা হয় ১৫১৫ সালে। মসজিদটি নির্মাণ করেন বিখ্যাত আলেম ইমাম বাখিলি (রহ.)।
এর মিনারেটের উচ্চতা ২৭ মিটার, যা মসজিদটিকে সবচেয়ে উঁচু কাদামাটির ইটের স্থাপনা হিসেবে পরিচিত করেছে। মসজিদটি বিশ্বব্যাপী পর্যটক ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র।
সূত্র : টিআরটিি।
এফএস
Monday 3 November 2025
