রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত (১৩) হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৯৭ দিন ধরে চিকিৎসাধীন থাকা দীপ্ত বর্তমানে সপ্তম শ্রেণির ছাত্র।সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তিনি ছাড়পত্র পান। ইনস্টিটিউটের পরিচালক ডা. এম. নাশিরউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় দীপ্তর শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসার সময়ে তাকে ১০ দিন লাইফ সাপোর্টে, ২২ দিন আইসিইউতে, ৩৫ দিন এইচডিওয়ার্ডে এবং ৪০ দিন কেবিনে রাখা হয়েছিল। এই সময়ের মধ্যে তার ওপর ৩৬ বার অস্ত্রোপচার এবং ৮ বার স্কিন গ্রাফটিং করা হয়েছে।ডা. নাশিরউদ্দিন আরও জানান, দীপ্তর মতো আরও পাঁচজন রোগী সুস্থতার পথে আছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরও হাসপাতাল ছাড়পত্র দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ও অভিভাবক মিলিয়ে দেড় শতাধিক মানুষ হতাহত হন। স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩১ জন নিহত এবং আরও ৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন।
আরডি
Monday 3 November 2025
⁞
