Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 7 hours ago

মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে রবিন হোসেন (৩০) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে রিপন (২২)। রিপন বর্তমানে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে নাইম ইসলাম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে অটোরিকসা ভাড়া দেন। তাঁর কাছ থেকে ড্রাইভার আসিফ একটি অটোরিকসা ভাড়া নিয়ে চালাতেন।
গতকাল আসিফ কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের সদস্যদের নিয়ে মজিদপুর এলাকায় যান। পরে তারা ড্রাইভার আসিফকে জঙ্গলে ফেলে অটোরিকসা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় টহলরত পুলিশ অটোরিকসাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
সোমবার নাইম ইসলাম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক রাহাদুজ্জামান।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “অটোরিকসা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এনআই


Latest News
Hashtags:   

মির্জাপুরে

 | 

অটোরিকসাসহ

 | 

ছিনতাইকারী

 | 

গ্রেপ্তার

 | 

Sources