Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 22 hours ago

‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘স্বৈরাচারের প্রধান চুপ্পুর কাছ থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা হবে আন্দোলনের কফিনে শেষ পেরেক ঠোকার মত। তাই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণভোটের আদেশ জারি করতে হবে ড. ইউনুসকে।’রোববার (২ নভেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, ‘নির্বাচনের আগে বাকি যে কাজ গুলো রয়েছে, যদি সেগুলো হয়ে যায়; তাহলে আমরাই নির্বাচন কার্যক্রমকে সহযোগীতা করবো। নির্বাচন কমিশন যেভাবে প্রচারণা চালাচ্ছে এবং যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে ভোটে অংশগ্রহন ভালোই থাকবে।’হাসনাত বলেন, ‘আমরা যেনো একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহনযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি, তার জন্য বড় দায়িত্ব রয়েছে রাজনৈতিক দলগুলোর।’এনসিপির বিষয়ে তিনি বলেন, তিনশো আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাপলা প্রতীকের বিষয়ে হাসনাত বলেন, ‘শাপলা প্রতীক কেনো দিবেনা তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। যার ফলে এই নির্বাচন কমিশন নিয়ে সংশয় দেখা দিয়েছে, নির্বাচনে কোনো অনিয়ম হলে তার ব্যাখ্যা দিবে কিনা।’আ.লীগের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবে না।’বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিনাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক প্রমূখ।
এসএম


Latest News
Hashtags:   

চুপ্পু

 | 

ইউনুসকে

 | 

গণভোটের

 | 

Sources