Tuesday 4 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 5 days ago

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত সাতআনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু মুছা (২৫) গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক ও আরোহী ধামইরহাট বাজার থেকে নিজ বাড়িতে একটি মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড়ে পৌঁছালে একই দিকে চলা একটি চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এতে মোটরসাইকেল চালক ও আরোহীকে গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল যাবার পথে চালক হাবিবুর রহমান মারা যায়। নিহত যুবক ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আহত আবু মুছাকে চিকিৎসার জন্য রাজশাহী নেয়া হয়েছে বলে জানা যায়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই


Latest News
Hashtags:   

ধামইরহাটে

 | 

দুর্ঘটনায়

 | 

মোটরসাইকেল

 | 

Sources