Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

অবৈধ বালু উত্তোলনে তিন যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ব্রাহ্মণহাট সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. সুমন (২২), মো. সুলতান (২২) ও মো. রাকিব (১৯)। তিনজন নাজিরহাট পুরাতন বাসস্ট্যান্ড ও নাজিরহাট কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হালদা নদীর চর কেটে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে সাজা দেওয়া হয়েছে।
অভিযানকালে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত দুটি চাঁদের গাড়ি জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন নাজিরহাট পৌরসভার কর্মচারী ও নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের একটি টিম।


এসআর


Latest News
Hashtags:   

উত্তোলনে

 | 

যুবকের

 | 

কারাদণ্ড

 | 

Sources