Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ঐকমত্য কমিশনের অনেকগুলো সভার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এটি আমাদের সবারই প্রত্যাশা ছিল। যদিও এখানে কিছু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ আছে, কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, এটা বাংলাদেশের জন্য নতুন ইতিহাস, নতুন মাইলফলক। তো একটা সনদ স্বাক্ষরও হয়েছে। আমরা আশা করি— এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করা দরকার।’বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।শিবির সভাপতি বলেন, ‘যদিও এটাকে অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলে দেয় যে একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে বিভিন্ন সময় সেটা আবার পরিবর্তন করে ফেলে। এজন্য গণভোট হলে এটা যে আইনি ভিত্তি পাবে বা সবার একটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা অর্ডিন্যান্সের মধ্য দিয়ে অতটা পাবে না। সেজন্য আমরা গণভোটের পক্ষে মত দিব। আর সেটা জাতীয় নির্বাচনের আগেই গ্রহণযোগ্যতা পাবেন।’২০২৪-২৫ শিক্ষাবর্ষের সতেরোশ অধিক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাখা ছাত্রশিবির। এ সময় উপহার হিসেবে কুরআন (অমুসলিমের জন্য বই), কলম, নোটবুক, বুকলেট, পরিচিতি, চাবির রিং, ছেলেদের টি-শার্ট ও মেয়েদের জন্য হিজাব দিতে দেখা যায়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবির কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা।ইখা


Latest News
Hashtags:   

জুলাই

 | 

সনদের

 | 

ভিত্তি

 | 

জাতীয়

 | 

নির্বাচনের

 | 

গণভোট

 | 

দরকার

 | 

Sources