Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 5 days ago

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৮ অক্টোবর) তিতাস জানিয়েছে, বুধবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত হরিপুর ভালভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজ চলবে।ফলে ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর বিসিক এলাকা ও এর আশেপাশের এলাকা এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, জানানো হয় বিজ্ঞপ্তিতে।সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস আরও জানিয়েছেন, এসব এলাকার আশেপাশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।এইচএ


Latest News
Hashtags:   

ঘণ্টা

 | 

গ্যাস

 | 

থাকবে

 | 

এলাকায়

 | 

Sources