Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 7 days ago

এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদের জন্য লড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটা করতে ভালোবাসব।
তবে ২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের বেশি প্রার্থী হওয়া যায় না। কিন্তু ট্রাম্পের কিছু সমর্থক সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে এই সাংবিধানিক সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলেছিলেন।

এশিয়া সফররত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই ধারণাকে ‘অতি চতুর কৌশল’ বলে মন্তব্য করেন এবং যোগ করেন, এটা সঠিক হবে না।

মালয়েশিয়া থেকে জাপানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আইনগতভাবে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতে পারি, কিন্তু তা করব না। মানুষ এটা পছন্দ করবে না। এটা খুব বেশি চালাকিপূর্ণ এবং অনুচিত।

তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমি সত্যি বলতে এখনো ভেবে দেখিনি। তবে আমার জনপ্রিয়তা এখন ইতিহাসের সেরা পর্যায়ে।

এ সময় তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করে বলেন, ওরা দুজনই অপ্রতিরোধ্য।

ট্রাম্প বলেন, আমাদের দলে দুর্দান্ত কিছু মানুষ আছে—যা ডেমোক্র্যাটদের নেই।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট তৃতীয়বার প্রার্থী হতে পারেন না। এ সংশোধনী বাতিল করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন বা দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যের উদ্যোগে সাংবিধানিক কনভেনশন আয়োজন করতে হবে—যা কার্যত অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকরা।

তবে ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও কট্টর সমর্থক স্টিভ ব্যানন সম্প্রতি দাবি করেছেন, ট্রাম্পের তৃতীয় মেয়াদ নিশ্চিত করার জন্য একটি ‘পরিকল্পনা’ প্রস্তুত রয়েছে।

ব্যানন দ্য ইকোনমিস্ট–কে বলেন, ২০২৮ সালে ট্রাম্পই প্রেসিডেন্ট হবেন। মানুষকে এখনই সেই বাস্তবতায় অভ্যস্ত হতে হবে। সময়মতো আমরা আমাদের পরিকল্পনা প্রকাশ করব।

অন্যদিকে, ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কারা ২০২৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন, তা এখনো পরিষ্কার নয়। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সম্প্রতি সিবিএস–কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি যদি বলি যে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার কথা ভাবছি না, তাহলে সেটা মিথ্যা বলা হবে।

এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আবারও প্রার্থী হওয়ার কথা বিবেচনা করছেন এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

এফএস


Latest News
Hashtags:   

তৃতীয়

 | 

মেয়াদে

 | 

প্রেসিডেন্ট

 | 

প্রার্থী

 | 

হওয়ার

 | 

ইঙ্গিত

 | 

ট্রাম্পের

 | 

Sources