Monday 3 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 8 days ago

যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও এক কেজি ৪৫ গ্রাম ওজনের একটি আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা জেলার সদর থানার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহ এর ছেলে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল যশোরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে শেখ অলিউল্লা নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় এক কেজি ২০ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণের বার, এক কেজি ৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।আটক আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে আসছিল। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৮৩ লাখ দুই হাজার ৩৪১ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজারের মোট মূল্য এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটকের জন্য বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।ইখা


Latest News
Hashtags:   

যশোরে

 | 

টাকার

 | 

স্বর্ণের

 | 

আংটিসহ

 | 

পাচারকারী

 | 

Sources