গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার (৩১ই অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পয়েন্টে ট্রেনটি লাইনচ্যুত হয়।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, ‘মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়।’তিনি আরও জানান,‘ ট্রেনটি উদ্ধারের আগ পর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প লাইনে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হবে। লাইনচ্যুত হওয়া ট্রেনের কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।’
এসএম
Saturday 1 November 2025
somoyerkonthosor - 24 hours ago
