রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি লাপাত্তা। পরদিন ডাকযোগে তিনি একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে, সেটি গৃহীত হয়নি।
				Tuesday 4 November 2025			
						
		⁞
