Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 2 days ago

সরিয়ে দেওয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডিকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এখন তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদেও নিয়োগ দেওয়া হয়।

এফএস


Latest News
Hashtags:   

সরিয়ে

 | 

দেওয়া

 | 

ডিএসসিসির

 | 

প্রশাসক

 | 

ওয়াসার

 | 

এমডিকে

 | 

Sources