ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ব্রিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে যেতে থাকে। এসময় পেছনে থাকা একটি অটোরিক্সাকে চাপা দিলে মাঈনউদ্দিন নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ আহত হয় চালকসহ এক যাত্রী।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে৷ গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনআই
Saturday 1 November 2025
somoyerkonthosor - 2 days ago
