Sunday 2 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 days ago

চট্টগ্রামের আনোয়ারায় সাজ্জাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যা মামলায় জড়িত আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ১৮নং ওয়ার্ডের ওয়াজ্জায়ের পাড়া এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক শিমুল চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক নুরুল আফছারের নেতৃত্বে একটি টিম।
গ্রেফতারকৃত এই আসামির নাম মো. আব্বাস (৩৫)। তিনি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত, যার মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি হস্তান্তর করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্বাস ভোলার লালমেহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার মো. ইদ্রিছের পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার ১৮নং ওয়ার্ডের ওয়াজ্জায়ের পাড়ায় কামাল সওদাগরের দুইতলা ভবনে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সাজ্জাদ হত্যাকাণ্ডটি একটি সংঘবদ্ধ “গামছা গ্যাং” এর পরিকল্পিত অপরাধ, যারা আনোয়ারা ও আশপাশের এলাকায় সিএনজি ছিনতাই, হত্যা ও চুরি-ডাকাতিতে জড়িত। চক্রটির অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, এই মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতেই আব্বাসের নাম উঠে আসে, পরে সে সিএনজিটি অন্যত্র হস্তান্তর করেছে এবং সিএনজি অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলায় আব্বাসের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের টিম কাজ করছে।”
এনআই



Latest News
Hashtags:   

চট্টগ্রামের

 | 

আনোয়ারায়

 | 

সাজ্জাদ

 | 

হত্যা

 | 

মামলায়

 | 

আসামি

 | 

গ্রেফতার

 | 

Sources